নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে ১৪৪ ধারা অমান্য করে মো. বোরহান উদ্দিন নামের মসজিদের এক ইমামের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিপক্ষরা রাস্তা নির্মানের অজুহাতে ওই ইমামের পৈতৃক বসত বাড়ির গাছ পালা কেটে, ঘরের মেঝে কুপিয়ে তছনছ করে এবং টিনের বেড়া ভেঙ্গে নিয়ে জোরবলে জায়গা দখলের চেষ্টা করেছে বলেও অভিযোগে জানা গেছে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়ারিয়া গ্রামে। এদিকে ক্ষতিগ্রস্থ ইমাম মো. বোরহান উদ্দিন চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে টাঙ্গাইলের নাগরপুর সহকারি জজ আদালতে (মো.নং ২৩/২০১৭ সন অন্য প্রকার) মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ওসি নাগরপুরকে নির্দেশ প্রদান করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ভাড়ারিয়া গ্রামের মৃত. মুন্সি ইয়াদ আলীর ছেলে মো. বোরহান উদ্দিনের সাথে প্রতিবেশী শামসুল হক, সিরাজুল ইসলাম, তোফাজ্জাল হোসেন গংরা দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছিল। এরই জের ধরে ঈদের পর দিন প্রতিপক্ষরা লাঠি সোঠা নিয়ে ওই বাড়িতে হানা দেয়। তারা রাস্তা নির্মানের অজুহাত তুলে গাছ পালা কেটে ফেলে এবং বসত ঘরের মেঝে কুপিয়ে তছনছ করে এছাড়া বাড়ির টিনের বেড়া ভেঙ্গে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ বোরহান উদ্দিন জানান, ১৬৪ নং খতিয়ানে ৪৮০/৪৮১ নং দাগের ৩২ শতাংশ জমির উপর আমার পৈতৃক বসত বাড়িতে আমি নির্বিবাদ ভোগ দখল করে আসছি। প্রতিবেশী শামসুল হক গংরা রাস্তা নির্মানের অজুহাতের নাম করে আমার বসত বাড়ির উপর থাকা গাছ পালা কেটে বসত ঘরের মেঝে কুপিয়ে তছনছ করে এবং আমার বাড়ির আঙ্গিনার টিনের বেড়া ভেঙ্গে নিয়ে গেছে।
প্রতিপক্ষরা জোরবলে আমার বাড়ির জায়গা জবর দলখের পায়তারা করছে। এ বিষয়ে কোন আইনগত পদক্ষেপ নিলে প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি দেয় বলেও তিনি জানান।
শুক্রবার (৩০ জুন) সরেজমিন গিয়ে বিভিন্ন শ্রেণি পেশার একাধিক ব্যাক্তির সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। স্থানীয় মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী (৬৫) মতিয়ার রহমান (৬০) আব্দুর রাজ্জাক (৭০) ও আব্দুল আওয়াল (৭৫) জানান, প্রভাশালী প্রতিপক্ষরা জোরবলে ইমাম বোরহান উদ্দিনের জায়গা দখলের চেষ্টা করে। তারা গাছপালা কেটে ফেলে বসত ঘরের মেঝে (ডুয়া) কুপিয়ে তছনছ করে এবং টিনের বেড়া ভেঙ্গে ক্ষতি সাধন করে। এ ব্যাপারে মো. সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে বোরহান উদ্দিন বেদখল করে রেখেছে। আমরা ওই সম্পত্তি উদ্ধার করে রাস্তা নির্মান করতে গিয়েছিলাম।