নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলের নাগরপুরে ৩ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. লিয়াকত আলী (৪০), খোকন মোল্লা (৪০), বিশ্বনাথ বর্মন(৫৪), জাকির হোসেন(৪৪), দেলোয়ার হোসেন (৪৬), জাহাঙ্গীর হোসেন(৩৫), এলিম মিয়া(৩৭), খায়রুল(৩৯), মোতাস্সিম মিয়া(৬০), আতোয়ার মিয়া(৩৫), শরীফ(৩০)।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার কোনড়া, ভাতসালা, ঘুনিপাড়া, নলসন্ধা, বিষমপুর, দুয়াজানি, আগ-আকুটিয়া গ্রামে পুলিশ ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রেপ্তার অভিযান চালায়।
এ সময় নাগরপুর থানা পুলিশের উপ পরিদর্শক মো. সজল খান ও এস আই শাহজাহান মিয়ার নেতৃত্বে উপজেলার কোনড়া, নলসন্ধা ও বিষমপুর থেকে অপহরন মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. লিয়াকত আলী (৪০), যৌতুক আাইনে সাজাপ্রাপ্ত আসামী খোকন মোল্লা (৪০) এবং জাকির হোসেন(৪৪) সহ ১১ জনকে গ্রেপ্তার করে।