নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে রোববার (২ জুলাই) সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর নাগরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান বকুলকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ এবং মজলুমের কন্ঠ প্রতিনিধি মো. এরশাদ মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকী, সহ-সভাপতি পংকজ কুমার সাহা, যুগ্ন-সম্পাদক আব্দুল আলিম, যুগ্ন-সম্পাদক কেএম সেলিম, দপ্তর সম্পাদক মাসউদুর রহমান, অর্থ সম্পাদক শ্যামল কর্মকার, ক্রীড়া সম্পাদক শিশির আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মানিক মিয়া, কার্যকরী সদস্য মো. কায়কোবাদ মিয়া ও মো. শহীদুল ইসলাম।