আল-আমিন খানঃ
সময়ের আলোচিত চিত্রনায়িকা অরিন আগামী ফেব্রুয়ারিতে বড় পরদায় আসছেন তার প্রথম ছবি ‘ছিন্নমূল’ নিয়ে। গুণী পরিচালক কাজী হায়াতের এই ছবিতে অরিনের বিপরীতে আছেন মারকুটে চিত্রনায়ক কাজী মারুফ। ১৯ ফেব্রুয়ারি মুক্তি প্রতীক্ষিত ছবিটি নিয়ে ভীষণভাবে আশাবাদী অরিন। ছবিটিতে অরিনকে একজন হোটেলের নাচনেওয়ালীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর সেই হোটেলের নাচনেওয়ালীকে প্রথম দেখাতেই তার রূপের মায়াজালে ধরা পড়েন ছবিটির নায়ক কাজী মারুফ। অরিন বললেন, ‘অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে কাজ করতে এসেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা উপহার দেয়ার। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। এখন দর্শকরা আমাকে কিভাবে গ্রহণ করেন বিষয়টি নিয়ে খুব এক্সসাইটেড। ছবিটি মুক্তির সময় যতই এগিয়ে আসছে ততোটাই আনন্দ ও টেনশন দুটোই বেড়ে যাচ্ছে। সবশেষে দর্শকদের ভালোবাসা পেলেই মনে করবো আমার চলচ্চিত্র কাজ করাটা সার্থক হয়েছে’। অরিনের হাতে আরও বেশ কিছু ছবি রয়েছে। এগুলো হলো ‘অসম প্রেম’, ‘বিধ্বস্ত’, ‘রাত ১২টার পরে’, ‘ভয়ংকর গোলমাল’, ‘এ বুকে অনেক জ্বালা’ এবং ‘আমার সিদ্ধান্ত’। এগুলো বাণিজ্যিক ঘরানার ছবি। এর মধ্যে ‘অসম প্রেম’ ছবিতে অরিন অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক ও বাপ্পারাজের বিপরীতে।