ধনবাড়ী ৮ মার্চ : আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, জাতি গঠনে মায়েদের ভূমিকা অসাধারণ। এদেশের অনেক মা-বোনেরা মহান স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে বন্দুক চালিয়ে সরাসরি অংশগ্রহণ করেছেন। যুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি মা-বোনেরা মুক্তিযোদ্ধাদের খাবার ও আশ্রয় এবং শত্রুপক্ষের খবর এনে দিয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন।
মন্ত্রী বলেন, তেমনি বর্তমানেও দেশের নারীরা, মা-মেয়েরা দেশগড়ার বিভিন্নক্ষেত্রে নানা কাজে অংশগ্রহণ করছেন। সামাজিক-রাজনৈতিক-খেলাধূলা সহ নানা কাজে তাঁদের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন। সকল দিক থেকেই নারীদের অর্জনে বাংলাদেশে অসাধারণ সাফল্য এসেছে।
রোববার(৮ মার্চ) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ আয়োজিত হতদরিদ্র, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, টাকার চেক, সেলাই মেশিন এবং মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
উপস্থিত ছাত্রীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আগামি দিনে তোমরা এদেশের নেতৃত্ব দিবে। তোমাদের হাত ধরে বাংলাদেশ উন্নত- সমৃদ্ধ দেশে পরিণত হবে। পরে মন্ত্রী হতদরিদ্র ও দুস্থ-অসহায়দের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন এবং মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হীরা।