গণবিপ্লব রিপোর্টঃ
পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যে কোন ব্যবস্থা গ্রহনের ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) মো. জাবেদ আলী বলেছেন, নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করছে। যেখানেই অসঙ্গতি দেখা যাবে সেখানেই আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। সোমবার(২১ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন অঅয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকলেই সুষ্ঠু নির্বাচন চায়, তাই সকলের গ্রহন যোগ্য নির্বাচন উপহার দিতে যা প্রয়োজন তার সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হবে। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর নির্বাচনে এখনই সেনা মোতায়েনের কোন প্রয়োজন আছে বলে মনে করিনা। টাঙ্গাইল এমপিরা দলীয় প্রার্থীর পক্ষে স্বশরীরে ভোটের মাঠে না থাকায় সন্তোষ প্রকাশ করে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন প্রকার ব্যত্যয় মেনে নেয়া হবেনা, সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুরশিদ আনোয়ার, জেলা পুলিশ সুপার সালেহ্ মোহাম্মদ তানভীর, জেলা রিটানিং অফিসার মো. আনোয়ার হোসেন, টাঙ্গাইলের ৮ পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।