-ওয়াহেদুজ্জামান মতি
তুমি তো এখন নিশি পল্লী সাংস্কৃতিক সংঘের সদস্য
এখন তোমাকে কেউ আর বলতে পারবে না
” নিশি কন্যা”
তুমি অনন্যা এক অভিনয় শিল্পী।
তাইতো তোমার রঙিন ছবি আসে পোস্টারে
তরণী টিপ কপালে
নুপুরের তালে তালে কাটে তাই থার্টিফাস্ট নাইট।
আমিতো তোমার ভালবাসার খরিদ্দার নই
টাকা দিয়ে ভালবাসা কেনা যায় না
ভালবাসার বিনিময়ে ভালবাসা কিনতে হয়।
আরও অনেক স্বপ্ন ছিল মনের অজান্তে
আরও অনেক কান্না ছিল চোখের জলে
আরও অনেক কথা ছিল হৃদয়ের অতলে।
ভালবাসা শুধুই স্বপ্ন
ভালবাসা নাটক নয়তো
কি করে বলি বল
এ কথাই শেষ কথা হয়তো।