বুলবুল মল্লিকঃ
আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থীর প্রতীক নৌকা বড় আর ইউপি চেয়ারম্যান প্রার্থীর প্রতীক নৌকা ছোট এমনটি ভাবার কোন কারণ নেই; নৌকা নৌকাই, কোন ছোট বড় নেই। জাতীয় সংসদ, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল জনগনের কাছে দলকে পৌঁছে দিয়েছেন, দলীয় প্রতীককে জাতীয় প্রতীকের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রোববার(২৪ জানুয়ারি) বিকালে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত পরিচিতি সভায় আ’লীগ নেতৃবৃন্দ বক্তৃতায় এসব কথা বলেন।
বক্তারা বলেন, দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি প্রতিক্রিয়াশীল চক্র দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নানা পায়তারা করছে। মৌলবাদ-জঙ্গিবাদ নির্মূল করতে আওয়ামীলীগের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলতে বক্তারা জনগনের প্রতি আহ্বান জানান। এ সময় বক্তারা সরকারের নানা সাফল্যের ফিরিস্তি তুলে ধরেন।
বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খ. আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহসিন সিকদার, আব্দুস সালাম, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির। এছাড়া, বীরবাসিন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এরআগে কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু।