
ঢাকা ৩০ নভেম্বর : অবৈধ দাবি আদায়ের নামে নৌ যান শ্রমিকদের ব্যবহার করে বিশেষ মহলের মদদে নৌ ধর্মঘট ডেকে নৈরাজ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল হক।
নুরুল হক বলেন, আদালতের রায়ে নৌযান শ্রমিকদের ধর্মঘটে নিষেধাজ্ঞা দেয়া আছে। এরপরও তারা কীভাবে ধর্মঘট করছে সেটা আমরা এখানে উল্লেখ করেছি। ট্রেড ইউনিয়নের নামে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য সর্বপ্রথম সিবিএ গঠন করা দরকার।
ধর্মঘটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে।