সোহেল পারভেজঃ
টাঙ্গাইল-তারাকান্দি সড়কের ভূঞাপুর থেকে গোপালপুর উপজেলার সোনামুই পর্যন্ত রাস্তা সংস্কার ও যমুনা নদীর ভাঙন ঠেকাতে নলীন হতে কুঠিবয়ড়া পর্যন্ত গাইড বাঁধ নির্মাণের দাবিতে ১৬ কিলোমিটার পদযাত্রা করে প্রতিবাদ করেছে এলাকাবাসী।
পদযাত্রাটি মঙ্গলবার(১ ডিসেম্বর) সকালে গোপালপুর উপজেলার সোনামুই বাজার থেকে শুরু হয়ে দুপুরে ভূঞাপুর উপজেলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। টাঙ্গাইল-তারাকান্দি সড়কের ভূঞাপুর হতে সোনামুই পর্যন্ত সড়ক খানাখন্দে ভরপুর। কয়েক বছর ধরে সড়কটি সংস্কার কাজ না করায় চলাচলকারী যানবাহন বিকল হয়ে পড়ছে। ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে তারাকান্দি থেকে সার বোঝাই ট্রাকগুলো ভূঞাপুরের ভিতর দিয়ে জামালপুর হয়ে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে বঙ্গবন্ধুসেতু পাড় হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারন মানুষ ও পরিবহন চালকরা। সোনামুই হতে ভূঞাপুর পর্যন্ত ২০ মিনিটের সড়ক অতিক্রম করতে এক ঘণ্টার বেশি সময় লাগছে। চলাচল করা গাড়ি গর্তে পড়ে বিকল হচ্ছে। গোপালপুর ও ভূঞাপুর উপজেলার একাধিক গ্রামের মানুষ সড়ক সংস্কার ও নদী ভাঙন রোধে পদযাত্রা বের করে। এসময় এলাকাবাসীর সাথে বিভিন্ন যানবাহনের চালকরা পদযাত্রায় অংশগ্রহণ করে। তারা গোপালপুর উপজেলার নলিন বাজার থেকে ভূঞাপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক পায়ে হেটে প্রতিবাদ করেন। পদযাত্রায় অংশ নেয়া হাজী ইসমাইল খাঁ কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার খান জানান, দীর্ঘদিন যাবত ভূঞাপুর-তারাকান্দি সড়কে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরপরও সংস্কার কাজে উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে, প্রমত্তা যমুনার করাল গ্রাসে একাধিক গ্রাম নদীর পেটে চলে গেলেও ভাঙন রোধে কার্যত কোন পদক্ষেপ নেয়া হয়নি। দ্রুত সড়ক সংস্কার ও নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি আদায়ে ১৬ কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ি দিয়েছে।