গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল শহরের পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রচারণা জমে ওঠেছে।
সরেজমিনে জানাগেছে, আগামী ২৫ নভেম্বর(বুধবার) ভোট গ্রহনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ততই ব্যস্ততা বাড়ছে। এবারের নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেল উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি এবং অপর প্যানেলের প্রার্থীরা উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছে।
রঞ্জু-আলম পরিষদ উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে এবং কাইয়ুম-সাঈদ-আছু পরিষদ সাধারণ ব্যবসায়ীদের উন্নয়নের পাশাপাশি পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে উভয় প্যানেলের প্রার্থীরা একক ও যৌথভাবে প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে পাঁচআনী ও ছয়আনী বাজারের রাস্তা ও অলিগলি রঙ-বেরঙের পোস্টার-ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ও ভোট প্রার্থনা করছেন।
ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, এ নির্বাচনে কোন প্যানেলকে ভোট দেবেন তা প্রকাশ্যে বলছেন না কোন ব্যবসায়ী। কোন প্যানেল বিজয়ী হবে তা নিয়ে সাধারণ ব্যবসায়ী ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সংগঠনের নানা সময়ের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে পরিবর্তনের অঙ্গীকারে নির্বাচনে আসা কাইয়ুম-সাইদ-আছু পরিষদের পক্ষে থাকার ইচ্ছা পোষন করছেন। আবার অনেকেই আগের কমিটির কার্যক্রম অব্যাহত রাখতে রঞ্জু-আলম পরিষদকে সমর্থন দিচ্ছেন। তবে এ নির্বচনেও বিতর্কিত খান পরিবারের প্রভাব ও প্রভাবমুক্তদের একটা বায়বীয় ‘টান’ লক্ষ করা গেছে।
উভয় প্যানেলের প্রার্থীরা স্বপক্ষে ভোটারদের টানতে দিন-রাত পরিশ্রম করছেন। কেউ কেউ নিজেদের প্রচারনায় ভোটারদের সমর্থন পেতে বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজন ও পরিচিতদের সহযোগিতা নিচ্ছেন। এবারের নির্বাচনে উভয় প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্যই ভোটাররা প্রকাশ্যে মুখ খুলছেন না।