আবার নির্লজ্জ মিথ্যাচার শুরু করেছে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। এবার তারা সীমাহীন ঔদ্ধত্য দেখিয়েছে। ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে পাকিস্তান বলেছে, ‘১৯৭১ সালে যুদ্ধাপরাধ বা নৃশংসতার কোনো ঘটনা ঘটেনি। কিংবা এ ধরনের ঘটনায় তাদের দায় ছিল না।’ অথচ সারা বিশ্ব জানে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী কিভাবে বাঙালি নিধনযজ্ঞে মেতে উঠেছিল। তারা কিভাবে গণহত্যা চালিয়েছিল। মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এমন মিথ্যাচার কোনোভাবেই মেনে নেয়া যায় না। একাত্তরে পাক সামরিক বাহিনীর গণহত্যার অসংখ্য দলিল দেশে-বিদেশে রয়েছে। এমনকি পাকিস্তান সরকার গঠিত হামদুর রহমান কমিশনের রিপোর্টেও একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্য পাকিস্তানি সামরিক বাহিনীকে দায়ী করে তাদের বিচারের সুপারিশ করা হয়েছে। তা সত্ত্বেও পাকিস্তান সব ধরনের শিষ্টাচার ও মানবিক বোধের প্রতি অশ্রদ্ধা জানিয়ে বিজয়ের ৪৪ বছরে এসে নির্লজ্জ মিথ্যাচার করছে। আমরা মনে করি পাকিস্তানের এ অপরাধ শুধু অমার্জনীয়ই নয় শাস্তিযোগ্যও বটে।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ-দেশীয় দোসররা আলবদর-আলশামস বাহিনী গঠন করে নারীর সম্ভ্রমহানি, লুটপাট ও গণহত্যার যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল তা বাঙালি জাতির হৃদয়ে আজো গভীর ক্ষত হয়ে আছে। তারা আড়াই লাখ নারীর সম্ভ্রমহানিই কেবল ঘটায়নি, ৩০ লাখ বাঙালিকে নির্বিচারে হত্যা করেছে। ওই দুঃসহ স্মৃতি স্মরণে এলে সচেতন বাঙালিমাত্রই বেদনায় কুঁচকে যায়, চোখের কোণে পানি জমে। অথচ বিজয়ের ৪৪ বছরেও পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে এ ব্যাপারে অনুশোচনা, দুঃখ প্রকাশ করেনি, প্রকাশ্য ক্ষমা চায়নি। উপরন্তু বলছে এ ধরনের ঘটনার দায় তারা নেবে না। প্রশ্নবিদ্ধ ইসলামী রাষ্ট্র হয়েও এত বড় অপরাধ করার পর, তারা এ ব্যাপারে অনড়। এ গর্হিত অপরাধের প্রকাশ্য ক্ষমা পাকিস্তানকে চাইতে হবে। প্রত্যেক জাতিরই গর্ব করার কিছু বিষয়ের পাশাপাশি কিছু গভীর ক্ষত ও গ্লানি থাকে। বাঙালি জাতির গর্ব করার প্রধানত দুটো জায়গাথ বাংলা ভাষা রক্ষার জন্য রাজপথে রক্তদান এবং একাত্তরে চরম ত্যাগ ও রক্তক্ষয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন। আর অত্যন্ত গ্লানিময় অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হওয়া এবং দুই লাখেরও বেশি মা-বোনের সম্ভ্রমহানি। আর এটা একাত্তরে সংঘটিত করেছে পাকিস্তান।
এ কথাও মনে রাখতে হবে, পাকিস্তান কোনোভাবেই আমাদের বন্ধুরাষ্ট্র হতে পারে না। কারণ তারা একদিকে যেমন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমা চায়নি, অন্যদিকে মানবতাবিরোধী অপরাধে যারা দন্ডিত, তাদের পক্ষেও সাফাই গাইছে, অবস্থান নিয়েছে এবং বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্যসহ একাত্তরের ভয়াবহ নির্যাতন ও গণহত্যাকে অস্বীকার করছে।
পাকিস্তানের দুর্ভাগ্য, সেখানে গণতন্ত্র স্থায়ী হতে পারেনি। পাকিস্তান জন্মের পর থেকেই আমরা দেখে আসছি, সেখানে একের পর এক স্বৈরশাসকের আবির্ভাব ঘটেছে এবং বছরের পর বছর সামরিক হস্তক্ষেপ ও আধিপত্যের কারণে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে। রাজনৈতিক হত্যা তো সেখানকার প্রায় নৈমিত্তিক ব্যাপার। যার কারণে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পাকিস্তান আজো দাঁড়াতে পারেনি, বরং জঙ্গি লালন-পালনের জন্য আছে তথাকথিত সু-নাম!। একটি ব্যর্থ রাষ্ট্রের এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য কিছুতেই মেনে নেয়া যায় না।
বাংলাদেশ সরকারের উচিত পাকিস্তানের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। পাকিস্তান যদি একাত্তরের অপরাধ স্বীকার না করে এবং ক্ষমা না চায় তাহলে সরকারের উচিত হবে পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান মিথ্যাচার করবে, ধৃষ্টতা দেখাবে, এটা মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়, অবমাননা করা হয় ৩০ লাখ শহীদকে এবং আড়াই লাখ সম্ভ্রমহারা মা-বোনকে। সুতরাং এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে-এটাই আমাদের প্রত্যাশা।