গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল শহরের পার্ক বাজারে পোল্ট্রি মুরগির সাথে মরা মুরগি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। ক্রেতাদেরকে পোল্ট্রি মুরগি ‘ড্রেসিং’ করে দেয়ার সময় সদ্য কেনা মুরগি পাল্টে মরা মুরগি গছিয়ে দিচ্ছে কতিপয় বিক্রেতা।
জানা যায়, যে কোন বড় আয়োজন বা অনুষ্ঠানের জন্য খাবারের আয়োজনে পোল্ট্রি মুরগির প্রয়োজনে অনেকেই পার্ক বাজারের মুরগি ব্যবসায়ীদের শরণাপন্ন হন। এ সময় কতিপয় ব্যবসায়ী ভাল ও তাজা মুরগি দেখিয়ে পরে ‘ড্রেসিং’ করতে গিয়ে ১০০ মুরগির মধ্যে ১০-২০টা মরা মুরগি ঢুকিয়ে দিচ্ছেন। তাছাড়া, বড় বড় হোটেলে সরবরাহ করা মুরগির সাথেও মরা মুরগি ঢুকিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কতিপয় পোল্ট্রি ব্যবসায়ী ও তাদের সঙ্গে যুক্ত স্থানীয় কতিপয় মাদকসেবী অবাধে ওই অপকর্ম করে যাচ্ছে। কোন ক্রেতা তার সামনে ‘ড্রেসিং’ ও প্যাকেট করতে বললে মাদকাসক্ত ব্যক্তিদের দিয়ে নাজেহাল করা হয়। অনেকে নাজেহাল হওয়ার ভয়ে তাদেরকে কিছু বলেনা। গত ২৫ মার্চ শহরের দু-তিন ব্যক্তি একটি অনুষ্ঠানের জন্য পোল্ট্রি মুরগি কিনতে পার্ক বাজারে মনির ও বাবলু মুন্সীর দোকানে যান। তারা ২৩০পিস পোল্ট্রি মুরগি কিনেন। ওই মুরগি ড্রেসিং করার সময় দোকানদার মনিরের ভাতিজা বাবু ওরফে মুরগি বাবু আগে থেকে জমা করে রাখা ২০-২২টি মরা মুরগি ঢুকিয়ে দেয়ার চেষ্টা করলে ওই ব্যক্তিদের চোখে পড়ে। তারা প্রতিবাদ করায় মুরগি বাবু উত্তেজিত হয়ে ক্রেতা ভদ্রলোকদের উপর আক্রমন করতে আসে। আশপাশের লোকজন এগিয়ে এলে মনির তার ভাতিজা মুরগি বাবুকে সরিয়ে দিতে চেষ্টা করে। এ সময় মুরগি বাবু(১৮) ওই ভদ্রলোকদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
ভূক্তভোগীরা পার্ক বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মরা মুরগি বিক্রি বন্ধে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।