মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাংবাদিকতায় তিন দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত এবং সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষন)ও যুগ্ম সচিব আনোয়ারা বেগম।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপত্বি করেন মানব জমিন প্রতিনিধি নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
এছাড়াও বক্তব্য রাখেন, কালের কণ্ঠের ভূঞাপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, প্রবীন সাংবাদিক মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম সামদানি, যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, গত রোববার থেকে পিআইবি’র তিন দিন ব্যাপী এই বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়। প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অন্টারনেটিভ(ইউডা)এর গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. মাহবুব আলম। দ্বিতীয় দিনের প্রশিক্ষক ছিলেন,মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রহমান মুস্তাফিজ। তৃতীয় দিনে প্রশিক্ষন প্রদান করেন পিআইবি’র রিপোর্টার ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।
প্রশিক্ষণে ঘাটাইল, ভূঞাপুর, মধুপুর, গোপালপুর ও টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন পত্রিকার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।