গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখায় নানা বিষয়ে তদবির করতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তা হিসেবে ব্যাপক দাপট দেখাচ্ছেন আ. হালিম নামে এক ব্যক্তি। তার অসহনীয় তদবিরে অতিষ্ঠ হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানাগেছে, উল্লেখিত আ. হালিম সংস্থাপন মন্ত্রণালয়ে পিয়ন(এমএলএসএস) পদে চাকুরি করছেন। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। সংস্থাপন মন্ত্রণালয়ে কাজ করার সুবাদে নিজ জেলা টাঙ্গাইলে বিভিন্ন সময়ে নানা বিষয়ে তদবির করে থাকেন। সম্প্রতি তাঁর তদবিরের মাত্রা ছাড়িয়ে গেছে বলে জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়। তিনি ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাট বিনা টেন্ডারে হুন্ডি ব্যবসায়ী লিটন মণ্ডলকে ইজারা দিতে এবং বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড়ে অবৈধ বালু উত্তোলনের সুযোগ দিতে জেলা প্রশাসনে জোর তদবির চালাচ্ছেন। এছাড়া জমি সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক ও পারিবারিক বিরোধ এমনকি স্বামী-স্ত্রীর বিরোধেও তিনি পক্ষাশ্রিত হয়ে তদবির করে থাকেন। তাঁর এহেন তদবিরে জেলা প্রশাসনের বিভিন্ন শাখায় কর্মরতরা অতিষ্ঠ হয়ে ওঠেছেন।