বিচারহীনতা আমাদের এই সমাজে অপরাধপ্রবণতাকে আরো উসকে দিচ্ছে- সে কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। জাতিসংঘের বাংলাদেশ অফিসের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনসও এমন মন্তব্য আর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে বলেছেন, এর আগে ব্লগার হত্যাকান্ডের ঘটনায় সরকার বিচারের ব্যবস্থা করতে না পারার কারণেই আবারও এমন জঘন্য অপরাধের ঘটনা ঘটল। যার নির্মম শিকার হলেন নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ওয়াটকিনস বলেন, সবগুলো ব্লগার হত্যাকান্ডের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করতে হবে। সেই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকেও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। কারণ, হত্যাকান্ডের এমন ঘটনায় দেশ-বিদেশের সর্বস্তর থেকে নিন্দা প্রকাশ করা হচ্ছে, যাতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বাংলাদেশের ব্লগার নিলয় হত্যার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এর আগেও ব্লগার আহমেদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাশ, ওয়াশিকুর রহমান বাবু হত্যাকান্ডের পর দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এমন বিবৃতি, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছিল। কিন্তু আমরা কী দেখতে পেয়েছি?
নিলয় জীবনের এমন শঙ্কা নিয়ে পুলিশের কাছে ছুটে গিয়েছিলেন। জীবনের নিরাপত্তা বিধানের জন্য একটি সাধারণ ডায়েরি করতে চেয়েছিলেন। সেখানে পুলিশের ভূমিকা আমরা কী দেখলাম? পুলিশ তাকে ‘হাইকোর্ট’ দেখিয়ে বিদায় করেছিল। বলেছিল, তাকে ফলো করার ঘটনাটি একাধিক থানা এলাকায় ঘটেছে। সুতরাং কোন থানায় সাধারণ ডায়েরি হবে, সে এক বিশাল আইনি প্যাঁচ হয়ে দেখা দিল নিলয়ের সামনে। আর পুলিশও সেই ‘আইনের মারপ্যাঁচ’ দেখিয়ে এড়িয়ে গেল। অথচ বাংলাদেশ ফৌজদারি কার্যবিধিতে দেশের যেকোনো নাগরিক তার জীবনের নিরাপত্তার জন্য দেশের যেকোনো পুলিশ স্টেশনে গিয়ে সাধারণ ডায়েরি বা জিডি করতে পারেন। হয়তো নিলয়ের সেটা জানা ছিল না, অথবা জানা থাকলেও ক্ষমতাশালী পুলিশের সামনে তার সেই অধিকারের কথা বলার সাহস হয়নি। তবে এ কথা ঠিক, পুলিশ তাকে একটি ‘সৎ’ পরামর্শ দিয়েছিল। বলেছিল, নিলয় যেন বিদেশে চলে যায়। এর চেয়ে নিরাপদ পরামর্শ আর কী হতে পারে?
পুলিশের এই ‘নিরাপদ পরামর্শ’ দেওয়া ছাড়া আর কীই-বা উপায় ছিল। কারণ, তারা দেখেছে এর আগে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলোর একটিরও কোনো সুরাহা পুলিশ করতে পারেনি। অভিজিৎ হত্যাকান্ডের পর দেশে-বিদেশে যখন প্রতিবাদের ঝড় বইছিল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফবিআই পর্যন্ত চলে এল তদন্তে সহযোগিতা করতে, তখন বাংলাদেশ পুলিশ বিশেষ করে আমাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা দাবি করল, তারা হত্যাকারীদের শনাক্ত করে ফেলেছে। এমনকি কতজন, কীভাবে ওই হত্যাকান্ডে জড়িত ছিল, সেই ফিরিস্তিও সংবাদ সম্মেলন করে জানালেন গোয়েন্দা কর্মকর্তারা। এর পরের ঘটনা আমরা সবাই জানি। কিছুই হয়নি অভিজিৎ হত্যাকারীদের। গোয়েন্দারা বর্বর খুনিদের টিকিটিরও নাগাল পাননি।
নিলয় হত্যাকান্ডের পরপরই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তারা সেখানে পৌঁছান। আলামত সংগ্রহ করতে সিআইডির এক্সপার্টরাও সেখানে যান। সব আনুষ্ঠানিকতা শেষে টেলিভিশন সম্প্রচারে সেইসব অতি পরিচিত পুলিশ কর্মকর্তাদের মুখচ্ছবি ভেসে উঠতে দেখা গেল। তারা বলছেন, ‘খুনিদের খুব শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’ এই মুখস্থবিদ্যা আর কত দিন? এক কথা আর কতবার শুনতে হবে আমাদের? এ বুলি আমরা আর শুনতে চাইনা।