
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করেছে পোল্যন্ড শাখা ছাত্রলীগ। শনিবার (০৮ জানুয়ারি) রাতে রাজধানী ওয়ারশোর স্থানীয় এশিয়ান রেস্টুরেন্টের হল রুমে পোল্যন্ড শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
পোল্যন্ড শাখা ছাত্রলীগ নেতা লাভলু মিয়া শিশিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পোল্যন্ড কমিউনিটির অন্যতম নেতা ডা. খলিলুল কাইয়ুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা পোল্যন্ড কমিউনিটির অন্যতম নেতা মাসুদুর রহমান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরিয়ার যাকু।
এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাখাওয়াত, নয়ন আহম্মেদ , সজীবসহ পোল্যন্ড কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৭৪ বছর পার করে ৭৫ বছরে পদার্পণ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বর্তমানে দেশে প্রবাসে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকল অশুভ শক্তির ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে ছাত্রলীগ।