মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
পৌরসভা নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বুধবার(৩০ ডিসেম্বর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ অনুযায়ী এ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম।
এদিন সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার(২ জানুয়ারি) থেকে সকল কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি।