গণবিপ্লব ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসে আত্মঘাতী বোমা হামলা এবং গুলিতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে প্যারিসে জরুরী অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কারফিউ জারি করা হয়েছে, বন্ধ করা হয়েছে সীমান্ত।
মধ্য প্যারিসের বাটাক্লাঁ কেন্দ্রীয় হলে বন্দুকধারীরা লোকদের আটকে রেখেছিল। বাংলাদেশ সময় শনিবার সকালে পুলিশি অভিযান শুরু হলে তারা বোমা বিস্ফোরণ ঘটায় এবং গুলি করে হত্যা করে। এতে প্রায় ৮০ জন মারা গেছে বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ।
প্যারিসের বাটাক্লাঁ কনসার্ট হলে আমেরিকার লস অঞ্জেলসের ঈগল অব ডেথ মেটাল নামের একটি ব্যান্ড ওই নাইটক্লাবে সংগীত পরিবেশন করছিল। ফ্রান্সের বিশেষ বাহিনী ওই নাইটক্লাবটি ঘিরে রাখে। পরে বিশেষ বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর জিম্মি লোকদের মুক্ত করা হয়।
পুলিশের দাবি হামলায় ৫ জন আক্রমনকারীও নিহত হয়েছে।
অন্য হামলাগুলো হয়েছে কয়েকটি বার ও রেস্তোরাঁয়। এর মধ্যে স্টেডিয়ামের কাছের ঘটনাটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। এসব হামলায় কম্বোডিয়ান একটি রেস্তোরাঁয় ১৪ জন, একটি পানশালার বাইরে ১৯ জন, একটি অ্যাভিনিউতে চারজন এবং নগরের বাইরে এক স্থানে চারজন নিহত হয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদকে ব্যাপক নজরদারীর মধ্যে রাখা হয়েছে। তবে এক বিবৃতিতে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের জন্য কোন ছাড় নেই।’
এ হামলার পর দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে দেশটির সকল সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। আর নাগরিকদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে।
প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ১৫শ’ সেনা সদস্য শহরটিতে নামানো হয়েছে।
ফ্রান্স পুলিশ এ হামলার ঘটনায় ১২৮ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
অপর দিকে ফ্রান্সে এধরনের সন্ত্রানী হামলায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ বিশ্ব নেতৃবৃন্দ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানিয়ে হোতাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার কথা বলেছে ন্যাটো।
যুক্তরাষ্ট্র ফ্রান্সকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত জানিয়ে এক বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে ওবামা সাংবাদিকদের বলেন, ‘নিরাপরাধ বেসামরিক লোকজনকে ভীতসন্ত্রস্ত করার জন্য আরেকটি জঘন্য চেষ্টা আমরা ফ্রান্সে দেখলাম। ফ্রান্সের সরকার ও জনগণের যে কোনো প্রয়োজনে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা এসব সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করতে এবং যে কোনো সন্ত্রাসী নেটওয়ার্ককে শায়েস্তা করার জন্য প্রস্তুত।
প্যারিসে এই সন্ত্রাসী হামলার ভয়াবহতায় ক্ষুব্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক টুইটে বলেছেন সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে তাঁরা ফ্রান্সের মানুষের পাশে থাকবেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, প্যারিসে এই সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি বিস্মিত, হতবাক।এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই মুহূর্তে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ, তাদের পরিবার ও প্যারিসের সব জনগণের জন্য আমার সহমর্মিতা রইলো। জার্মানি তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার জন্য প্রস্তুত আছে।’
রাশিয়াও এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।
হামলার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে বসে ফ্রান্স-জার্মানির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দেখছিলেন। স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে নিরাপদে ফিরে যান তিনি।
খবর: এপি, বিবিসি, রয়টার্স