ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক প্রগতির আলো পরিবারের পক্ষ থেকে বর্ষ সেরা সাংবাদিকের সম্মাননা পেয়েছেন দৈনিক মানবজমিনের ভূঞাপুর প্রতিনিধি ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দৈনিক প্রগতির আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.মাহবুব হোসেন, সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আতাউর রহমান রহমান আজাদ, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরানসহ সাংবাদিক, শিক্ষাবিদ ও প্রগতির আলো পরিবারের সদস্যরা।