টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ৬ বছরের এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করেছে আদনান শাহেদ তন্ময় স্মৃতি ফাউন্ডেশন। ২৮ মে শনিবার দেলদুয়ার উপজেলা পরিষদ চত্বরে সায়মা নামের এক শারিরীক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূচী রানী সাহা। আদনান শাহেদ তন্ময় স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহ্জাহান, ্ফাউন্ডেশনের সহসম্পাদক ও মানবাধিকার কর্মী মুহাঃ শরিফুল ইসলাম, রূপায়ণ বাংলা সম্পাদক রশিদ আহাম্মদ আব্বাসী। অকাল প্রয়াত আদনান শাহেদ তন্ময়ের জন্মদিন উপলক্ষে, আদনান শাহেদ তন্ময় স্মৃতি ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী পাড়ার সাইফুল ইসলামের শারিরীক প্রতিবন্ধী মেয়ে সায়মা (৬) কে হুইল চেয়ার প্রদান করা হয়।