গণবিপ্লব রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী হওয়াটা কোনো অপরাধ নয়। তাদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে। কারণ তারাও সমাজের একটি অংশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আপনারা জানেন, জাতিসংঘের দেয়া এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য) আমরা নির্দিষ্ট করেছিলাম, এখন এসডিজিও (টেকসই উন্নয়ন লক্ষ্য) নির্দিষ্ট করব আমরা। এসডিজিতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হলো, কেউ যেন সমাজে পিছিয়ে না থাকে। আমরা সে ব্যাপারে যথেষ্ট সচেতন।
রাষ্ট্রের প্রতিটি কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের মেধা যেন বিকশিত হতে পারে এবং তা যেন কাজে লাগানো যায়, সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সরকারের বোঝা নয়। একটা সময় অটিস্টিক বাচ্চা থাকলে বাবা-মা লজ্জিত হতেন, সে বাচ্চাকে সমাজের সামনে আনতেন না। এখন সে অবস্থা নেই। শেখ হাসিনা বলেন, আমি সবার কাছে আবেদন করব যে, এরা আমাদের সংসার-সমাজ-দেশের অংশ। তাদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে। তারাও মূল স্রোতের অংশ, সেটা মনে রাখতে হবে। সেভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, তারা আমাদের সমাজেরই অংশ। তাদের সমাজে প্রতিষ্ঠিত করে দেয়া আমাদেরই দায়িত্ব।
বাংলাদেশ প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়ন ও তাদের সমাজের সঙ্গে একীভূতকরণ করতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার তাদের কল্যাণে ব্যাপক উদ্যোগ নিয়েছে। প্রতিবন্ধী লোকজন সমাজের বাইরের কেউ নয়। তারা সমাজের মূল স্রোতের অংশ। এটা মনে রেখেই তাদের সঙ্গে ব্যবহার করতে হবে।
বাংলাদেশ খেলাধুলায় প্রতিবন্ধীরা এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় তারা যেন নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রতিবন্ধীদের মধ্যে আলাদা ট্যালেন্ট রয়েছে, যার বিকাশ নিশ্চিত করতে হবে, ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে সমাজের ধনী ব্যক্তিদের প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে মেয়ে সায়মা ওয়াজেদের কথা তুলে ধরে তিনি বলেন, সে যে অটিজমের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পেরেছে, সেটাই বড় কথা। বিশ্বব্যাপী এই ধারণা জাগ্রত হয়েছে। বক্তব্যে প্রতিবন্ধীদের ডাটাবেজ তৈরির বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের অন্য নাগরিকের মতো তারাও সমান সুযোগ-সুবিধা পাবে বলে মন্তব্য করেন তিনি। আর এটা নিশ্চিত করতেই আজ দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিবন্ধীদের পরিচয়পত্র দেয়া হলো বলে জানান তিনি।