মন্তব্য প্রতিবেদন
মো. মোশারফ হোসেন সিদ্দিকীঃ
পরম শ্রদ্ধেয় আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার এ লেখা আপনার হৃদয় স্পর্শ করবে কিনা জানিনা। জুলিওকুড়ি শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা হিসেবে আপনার আনুকূল্য পেতে আমাদের মনের আকুতি জানাতেই পারি- আপনার প্রতি এ আমাদের অধিকার।
হ্যাঁ, আমি একজন বীর মুক্তিযোদ্ধার কথা বলছি, আমি বলছি মহান মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী, বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের হত্যার প্রতিবাদ করতে গিয়ে যিনি বছরের পর বছর ভারতে একবেলা খেয়ে না খেয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে জীবন যাপন করেছেন। পরবর্তীতে জিয়াউর রহমানের মন্ত্রী হওয়ার প্রস্তাবকে লাথি মেরে বছরের পর বছর কারাবরন করেছেন, আমি সেই চেতনার পিতা কালিহাতীবাসীর আস্থা এবং ভরসার প্রতীক, জননেতা আবদুল লতিফ সিদ্দিকীর কথা বলছি। ওনার স্নেহ, মমতা, হৃদয়ের ভালবাসার ছোঁয়ায় জড়ানো প্রতিটি শব্দ লিখছি।
কে কি লিখলো বা কমেন্ট করলো আমি সে দিকে যাব না। ওনার পিতা মরহুম আব্দুুল আলী সিদ্দিকী পবিত্র হজ্ব পালন করেছেন এবং তিনি নিজেও পবিত্র হজ্ব পালন করেছেন। প্রতিবছর ৩-৪ জনকে পবিত্র হজ্ব পালনের জন্য পাঠান নিজের অর্থায়নে। এরপরও কামারুজ্জামান, গোলাম আযম, নিজামীর মত কিছু রাজাকার নামধারী মুসলমান অনেক দৃষ্টকটূ বক্তব্য, লেখালেখি ও সমালোচনা করেন। কোন ঈমানদার খাঁটি মুসলমান কখনো আল্লাহর সৃষ্টির সেরা জীবকে, আমার প্রিয় নবীজীর উম্মতকে খারাপ ভাষায় কখনো কিছু লিখতে বা বলতে পারে না। হ্যাঁ, কোন ব্যক্তি যদি কিছু বলে থাকে তা যদি কারো কষ্টের কারণ হয়ে থাকে তাহলে একজন মুসলমান হিসেবে বলতে পারেন, ‘হে আল্লাহ তুমি ওনাকে হেদায়েত কর বা তুমি তাকে ক্ষমা করে দাও- এটাই হলো শান্তির ধর্ম ইসলামের শিক্ষা। জননেতা আবদুল লতিফ সিদ্দিকী ধর্ম পালনে কতটুকু ভীরু- ঈমানদার একজন মুসলমান তা গোয়েন্দা সংস্থা, সাংবাদিক এবং সাধারণ মানুষকেও সরেজমিনে দেখার অনুরোধ করছি। নিজ গ্রামে মসজিদ নির্মাণ, ২৫/২৬ বছর যাবত ইমাম-মুয়াজ্জিনের বেতন, রোজার মাসে প্রতিদিন উন্নতমানের ইফতারি এবং ২৭ রমজানে বিরিয়ানী রান্না করে প্রতি বাড়ি বাড়ি পাঠানো হয় ইফতারের জন্য। মসজিদ ও সমাজের সভাপতি হিসেবে প্রতিটি কুরবানির ঈদে পরিবারসহ গ্রামের সমাজে ঈদের নামাজ আদায় করা, কোরবানি দেয়া- একজন সাচ্চা মুসলমান হিসেবে করে থাকেন।
কালিহাতী জামে মসজিদের টাইলস, দরজা-জানালা থেকে শুরু করে মুসল্লিদের ওযু, প্রশ্রাব-পায়খানা করার ব্যবস্থা করেছেন। এবং দু’তলায় ইমাম ও মুয়াজ্জেমের স্বপরিবারে থাকার ব্যবস্থা সহ দ্বিতল ভবন নির্মাণ করে দিয়েছেন। এইভাবে সারা উপজেলায়ই তিনি একজন মুসলমান, সৃষ্টির সেরা জীব হিসেবে ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। গরিব ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ বহন করা- তার স্বভাব।
সম্প্রতি গণবিপ্লব.কম-এ ‘টাঙ্গাইল মেডিকেলে মানবতা ডুকরে কাঁদছে! কর্তারা উদাসীন‘ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জননেতা আবদুল লতিফ সিদ্দিকীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক লোকটির চিকিৎসার জন্য ব্যক্তিগত ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স দিয়ে অগ্নিদগ্ধ লোকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসার দায়ভার গ্রহণ করে। আমাদের প্রশ্ন সংবাদটি অনেকেই পড়েছেন কেউ স্বচোখে লোকটিকে উলঙ্গ হয়ে মেঝেতে পড়ে কাতরাতে দেখেছেন। কেউ তো আসেননি ঐ লোকটির পাশে। মুখে মুসলমান দাবি করা যায়, বড় বড় মিছিল করে স্লোগান দেয়া যায়, পর নিন্দা করা যায়; কিন্তু সৃষ্টি কর্তার শ্রেষ্ঠ জীব হওয়া যায় না- ইমানদার মুসলমান হওয়া যায় না। জননেতা লেখা যায় কিন্তু জনতার ‘নেতা’ হওয়া যায় না। ইদানিং দেখা যাচ্ছে সবাই নামের আগে জননেতা লেখা শুরু করেছেন। কখন যেন আবার চোরেরাও লেখা শুরু করে জন নেতা চোর …..।
আমরা যেমন বঙ্গবন্ধুর সৈনিক, শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও বলবো আমাদের নেতা জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা। ঠিক তেমনি বলবো আমাদের চেতনার পিতা, আমাদের শিক্ষক, আমাদের ভালবাসার আলিঙ্গণ জননেতা আবদুল লতিফ সিদ্দিকী।
অন্তরের শেখের বেটি, লতিফ সিদ্দিকীর জন্য নয়- আমাদের টাঙ্গাইল-কালিহাতীবাসীর সেবার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে, সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশের জন্য, জননেত্রী শেখ হাসিনার দেশ উন্নয়নের প্রত্যয় বাস্তবায়নে, ১/১১’র পরীক্ষিত আস্থাভাজন মুজিব সৈনিক জননেতা আবদুল লতিফ সিদ্দিকীকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভূক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি।
পরিশেষে, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।