গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ ব্রান্ডিং বিষয়ক মতবিনিময় সভা রোববার (২৯মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মখলেছুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গৃহীত ১০টি সেবামূলক প্রকল্পের টাঙ্গাইলের চিত্র তুলে ধরেন বক্তারা।
মতবিনিময় সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।