কোর্ট রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গাজীপুরের বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ চৌধুরীর ছেলে চৌধুরী ইরান আহমেদের বির”দ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহের”ল ইসলাম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে দন্ডবিধি ১২৪ (ক) ধারায় এ রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।
গত ২৫ সেপ্টেম্বর রাতে চৌধুরী ইরান আহমেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গনতন্ত্র ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেন। এ কারনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহের”ল ইসলাম জোয়াহের বাদী হয়ে তার বির”দ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন।