ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এবারের রিপোর্টে দেশের দুর্নীতির অবস্থার কোনো পরিবর্তন না হলেও, দেশের প্রধান সমস্যা যে দুর্নীতি তা বলার অপেক্ষা রাখে না। বস্তুত দুর্নীতি যে এখানে সর্বগ্রাসী রূপ নিয়েছে, এ বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। বলা যায়, দেশে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতির উপস্থিতি নেই। অবৈধ লেনদেন ছাড়া কাজ হয় না। উদ্যোক্তারা ব্যবসা করতে গিয়ে এ বিষয়টি হাড়ে হাড়ে টের পান। ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি অন্যতম প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্নীতি যে শুধু ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির অন্তরায় তাই নয়, দেশের সার্বিক উন্নয়নের পথেও এটি বাধা সৃষ্টি করছে। দুর্নীতির কারণে উন্নয়ন প্রকল্প যথাসময়ে সম্পন্ন হয় না। সম্পন্ন হলেও কাজ হয় নিম্নমানের। সবচেয়ে উদ্বেগের বিষয়, দুর্নীতির কারণে দেশে বৈষম্য বাড়ছে, যা দারিদ্র্য বিমোচনের গতিকে করে দিচ্ছে মন্থর।
গত ২৮ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিপিআই ২০১৫-এর প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিবেদনে বলা হয়, বার্লিনভিত্তিক এই দুর্নীতিবিরোধী সংস্থার প্রকাশিত ‘দুর্নীতির ধারণাসূচকে’ (সিপিআই) এ বছর বাংলাদেশের অবস্থানের অবনমন ঘটেছে এক ধাপ, তবে স্কোর গতবারের সমান। ২০১৫ সালের সূচকে অন্তর্ভুক্ত মোট ১৬৮টি দেশের মধ্যে উচ্চক্রম (ভালো থেকে খারাপের দিকে) অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১৩৯তম। আগের বছর ১৭৫টি দেশের মধ্যে উচ্চক্রম অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫তম। সূচকের ১০০ মানদন্ডের মধ্যে ২০১৫ সালে বাংলাদেশের স্কোর বা নম্বর ২৫। আগের বছর বাংলাদেশের একই স্কোর ছিল। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১ নম্বরে আছে যৌথভাবে সোমালিয়া ও উত্তর কোরিয়া। আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। সিপিআই র্যাংকিংয়ে বাংলাদেশের স্কোর গতবারের চেয়ে না কমায় কিছুটা স্বস্তি পেলেও বসে থাকলে চলবে না। কারণ এখনো গড় যে স্কোর তার কাছাকাছিও পৌঁছানো যায়নি। তা ছাড়া সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হলেও উন্নয়নের সঙ্গে দেখতে হবে যে দুর্নীতি কমছে কি-না, গণতান্ত্রিক ব্যবস্থা ঠিক আছে কি-না। গণতন্ত্রের বিনিময়ে উন্নয়ন কতটা গ্রহণযোগ্য, সেটা নিয়েও ভাবার অবকাশ রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই নেতৃত্ব দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিবাজ ও দুর্নীতির প্রশ্রয়কারীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির বিধান করা গেলে দুর্নীতি অনেক কমে আসবে। সরকারের পক্ষ থেকে অবশ্য দুর্নীতি প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়ে থাকে। দেশে একটি দুর্নীতি দমন কমিশনও রয়েছে। তারপরও কেন দুর্নীতি কমছে না, সেই কারণগুলো চিহ্নিত করা জরুরি। বস্তুত দুর্নীতি দমনের কার্যক্রমটি চালাতে হয় নির্মোহভাবে। এক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেয়ার সুযোগ নেই। সরকার ও সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে নিতে হবে কঠোর অবস্থান। সেই সঙ্গে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জনের সংস্কৃৃতিও গড়ে তোলা দরকার। রাষ্ট্র ও সমাজে দুর্নীতির উপস্থিতি বিষফোঁড়ার মতো। এটিকে অপসারণ করতেই হবে।