
টাঙ্গাইল নির্দেশনা তোয়াক্কা না করে টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রাপালা পরিচালনা করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান দু সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। এহেন অবস্থায় হাজার হাজার লোকের উপস্থিতিতে নাটকযাত্রা হওয়ায় স্থানীয় সচেতন ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, উপজেলার সহদেবপুর ইউনিয়নের পুখরিয়া ইছাপুর মরিয়ম স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার থেকে দু’দিন ব্যাপি যাত্রাপালা অনুষ্ঠান করছেন ইছাপুর ঝিলিমিলি নাট্যগোষ্ঠী। যেখানে জড়িত রয়েছে স্থানীয় প্রভাশালী ব্যক্তিগণ। যাদের প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না।
এ বিষয়ে স্থানীয় মুরুব্বীরা অভিযোগ করে জানান, দেশে করোনার সংক্রমন বেড়ে গেছে। আর এইসময় যাত্রাপালা হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে গ্রামের ভেতরে হাজার হাজার মানুষের সমাগম ঘটছে। বৃহস্পতিবার রাতে প্রশাসন থেকে অনুষ্ঠান বন্ধের নিষেধ করা হলেও আয়োজক কমিটি ভ্রুক্ষেপ করেননি। আজও অনুষ্ঠান চলার কথা রয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোফাশ্বের আলম বলেন, গতকাল তাদের নিষেধ করার পরে গোপনে গভীর রাতে অনুষ্ঠান পরিচালনা করেছে।