কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে চলমান এসএসসি পরীক্ষার নবম দিনে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কালিহাতী কলেজ কেন্দ্র সংলগ্ন একটি বাড়ির সম্মুখ থেকে নৈর্ব্যক্তিক উত্তর, লিখিত উত্তর, গাইড বই, মোবাইল সহ এক শিক্ষক ও অভিবাবককে আটক করে ৬ মাসের কারাদন্ড এবং কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের সময় দুই ছাত্রকে আটক করে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) ইসরাত সাদমীন। সাজাপ্রাপ্তরা হচ্ছেন, ঝগড়মান গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিজুর রহমান(২৫), নিশ্চিন্তপুর গ্রামের ভোলানাথ ঘোষের ছেলে লক্ষণ চন্দ্র (৪০), ইছাপুর গ্রামের মৃত আ. মান্নানের ছেলে মনসুর আহম্মেদ(২৬) ও আইসড়াবাড়ী গ্রামের মর্তুজ আলীর ছেলে আ. হামিদ (২৫)।
স্থানীয়রা জানায়, ভাল ফলাফলের জন্য কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মিজানুর রহমান তালুকদার অনৈতিক সুবিধার বিনিময়ে মোবাইলে ইমুর মাধ্যমে প্রশ্ন এনে সমাধান করে ছাত্রদের সহায়তা করে আসছিলেন। আটককৃতরা ভ্রাম্যমান আদালতে এ সিন্ডিকেটে জড়িত কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই জন শিক্ষকের নাম প্রকাশ করেন। কিন্তু ঘটনাস্থলে তাদেরকে না পাওয়ায় সতর্ক ও পরীক্ষা সংক্রান্ত সকল কাজ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।
১৩ শিক্ষার্থী বহিস্কার
টাঙ্গাইলের ভূঞাপুরে নকল করার অভিযোগে উপজেলার নিকরাইল কেন্দ্রে ১৩জন এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) এসএসসি’র গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার ওই শিক্ষার্থীদের বহিস্কার করেন।
সহকারি কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার বলেন, মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) উপজেলার নিকরাইলের দুটি কেন্দ্রে গণিত পরীক্ষায় শিক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করায় তাৎক্ষনিকভাবে ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। বহিস্কারের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালনে গাফিলতি করায় শিক্ষকদেরও সতর্ক করা হয়।