ড. মো. হুমায়ুন কবীরঃ পবিত্র কুরআন মজিদ আল্লাহর কালাম যা সর্বশেষ আসমানি কিতাব। এটি মুসলমানদের শান্তির ধর্ম ইসলামের মহাধর্মগ্রন্থ। আমাদের মহানবী হজরত মুহম্মদ সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পর ৪০ বছর বয়সে ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন। সে সময় পবিত্র রমজান মাসে শবেকদরের রাতে মহান আল্লাহতায়ালার অশেষ নিয়ামত ও রহমত হিসেবে ফেরেস্তা জিব্রাঈলের মাধ্যমে নবীজীর (সা.) ওপর নাজিল হয় এ কিতাব। পবিত্র কুরআন মজিদ হলো ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যেখানে আমাদের জন্য বলে দেয়া হয়েছে আমরা দুনিয়াতে কিভাবে শান্তিতে বসবাস করব, কি কাজ করলে আখিরাতে শান্তি পাব, কিভাবে আল্লাহর ইবাদত করব, কোন কাজ অন্যায়, কোন কাজে শাস্তি হবে এ সব কিছু। সম্প্রতি দেশের দৈনিক সমুহ সহ দেশি-বিদেশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ হলো ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পবিত্র কুরআনের একটি প্রাচীনতম অংশবিশেষের সন্ধান পাওয়া গেছে। এটি মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খবর। বলা হয়েছে পবিত্র কুরআনের উদ্ধারকৃত ওই পান্ডুলিপির অংশটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিওকার্বন এক্সলেটর ইউনিটে পরীক্ষা করা হয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন ওই অংশটি আজ থেকে আনুমানিক কমপক্ষে ১৩৭০ বছর আগের যা সত্যিই বিস্ময়কর। এখানে তারা আমাদের নবীজীর জীবদ্দশার সঙ্গে একটি যোগসূত্রও খোঁজার চেষ্টা করেছেন। অর্থাৎ এখন থেকে ১৩৭০ বছর আগে, তার মানে হলো (২০১৫-১৩৭০=৬৪৫ খ্রিস্টাব্দ)। তখন মহান আল্লাহতায়ালার কাছ থেকে নাজিল হওয়া মহাগ্রন্থ কুরআনের প্রতিটি আয়াত, সুরা মহানবীর কাছে আমরবাণী হিসেবে আসার পর তাঁরই নির্দেশে সাহাবিরা তা আবার চামড়া, গাছের ছাল, পাথর ইত্যাদিতে তাৎক্ষণিক লিখে রাখতেন। বিশেষজ্ঞরা এও বলেছেন যে, লেখার উপযোগী এ চামড়াটি নাকি ৫৬৮ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দ সময়ে তৈরি করা হয়েছিল। আর মুসলিম ধর্ম ও বিশ্বাস মতে নবী করিম (সা.) ৬১০ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত মহান আল্লাহতায়ালার কাছ থেকে পবিত্র কুরআনের বাণীগুলো প্রাপ্ত হন। তাই যেহেতু বিশেষজ্ঞরা এটি আনুমানিক হিসাব বের করেছেন, সে জন্য আরো ১৫-২০ বছর আগের হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নাও হতে পারে। যেহেতু সে সময় পবিত্র কুরআনের বাণীগুলো মহানবীর কাছ থেকে শুনে তাঁর নির্দেশেই সাহাবিরা তখন পশুর চামড়া, পাথর, গাছের ছাল ইত্যাদিতে লিখে রাখতেন। অতঃপর ৬৫০ খ্রিস্টাব্দের দিকে ইসলামের খোলাফায়ে রাশেদীনের তৃতীয় খলিফা হজরত উসমান (রা.)-এর সময়ে হিজাজি হস্তলিপিতে লিখিত পবিত্র কুরআনের লিপিগুলোকে একত্রিত করে সবপ্রথম বই আকারে প্রকাশিত হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই সময়ের কোনো বইয়ের খন্ডাংশ হতে পারে উদ্ধারকৃত এ অংশটি, পত্রপত্রিকায় প্রকাশিত এবং টেলিভিশনের পর্দায় প্রদর্শিত ছবি দেখে প্রাথমিকভাবে এমনটিই মনে হয়। যেভাবেই হোক না কেন পবিত্র কুরআন শরিফের একটি প্রাচীনতম অংশ আবিষ্কৃত হয়েছে এর থেকে সুখবর মুসলিম জাতির জন্য আর কী হতে পারে। বিস্ময়কর এ আবিষ্কারের ফলে খোদ ব্রিটেনেই বার্মিংহাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। আবেগাপ্লুুত হয়ে বার্মিংহাম কেন্দ্রীয় মসজিদের চেয়ারম্যান মুহাম্মদ আফজাল বলছিলেন যে, আমি যখন পৃষ্ঠাগুলো দেখছিলাম তখন নিজেকে সামলে রাখতে পারিনি। আমার চোখে তখন আনন্দাশ্রু ও আবেগ। আমি নিশ্চিত যে যুক্তরাজ্যের সব জায়গা থেকে লোকজন বার্মিংহামে আসবে এসব পৃষ্ঠা দেখার জন্য। অধ্যাপক টমাস বলেছেন, বার্মিংহামের লোকেরা এখন বলতে পারবে যে তাদের এমন সম্পদ রয়েছে যা আর কারো নেই। এসব ঘটনাসমূহ মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় অনুভূতির জায়গায় আবেগাপ্লুত করে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এ বিষয়ে দুয়েকটি কথা না বললেই না। ইদানীং দেখা যায়, এ ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে কখনো কখনো ধর্মীয়ভাবে সংবেদনশীল কিছু ছবি পোস্ট দিয়ে নিচে ক্যাপশন দেয়া হচ্ছে যে সেগুলোর কেনোটি আমাদের প্রিয় নবীজীর জুতার অংশ, তাঁর পরিধেয় বস্ত্রের অংশ, তাঁর দাড়ি মুবারক, চুল কিংবা গোঁফের অংশ, এতে লাইক দিন ইত্যাদি ইত্যাদি। আমার কথা হলো যদি এগুলো ঠিক থাকে তাতে কোনো অসুবিধা/কথা নেই, কিন্তু যদি কোনোভাবে এটি ভুল হয়ে থাকে তাহলে এভাবে ধর্মের নামে এরকম করা কি ঠিক? এর বিচারের ভার মুসলিম উম্মার কাছে রইল। তবে ফেসবুকে পোস্টকৃত এসব বিষয়ে বিশ্ব মুসলিমের অফিসিয়াল কোনো জায়গা থেকে তার স্বপক্ষে কিংবা বিপক্ষে যথাযথ ব্যাখ্যা অথবা বিজ্ঞপ্তি দেয়া উচিত বলে ধর্মীয় চিন্তাবিদরা মনে করেন। অন্যদিকে আল্লাহর কালাম হিসেবে কুরআনে এবং তাঁর প্রেরিত রাসুল হিসেবে নবীজীর হাদিসে মসজিদে বোমা মেরে কিংবা প্রকাশ্যে গণজমায়েতে বোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা করে ইসলাম প্রচারের কথা কি পবিত্র কুরআনের কোথাও আছে? যদি উত্তর না হয় তাহলে মুসলিম ধর্মাবলম্বীদের হেয় করার জন্যই পরিকল্পিতভাবে এরকম জঙ্গিবাদ সৃষ্টি করা হয় কেন? এগুলোকে কেন্দ্র করে এরকম সন্ত্রাসী মুসলিম রাষ্ট্র কি অপরিহার্য? এ কয়েকদিনে এমনকি ঈদের আনন্দঘন দিনগুলোতেও সম্প্রতি ঘটে যাওয়া ইরান, ইরাক, তুরস্কের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? অথচ ইসলাম শান্তির ধর্ম এবং এই ইসলাম প্রচারের জন্য আমাদের মহানবী বিভিন্ন নিয়মতান্ত্রিক যুদ্ধ করেছেন, পবিত্র ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় এখনো যা চলছে। যাহোক নবীজীর আমলের মহাগ্রন্থ কুরআন শরিফ উদ্ধার আমাদের জন্য সুখবর। সে জন্য বার্মিংহাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছার সঙ্গে সঙ্গতি রেখে যে গ্রন্থাগারে এ অসামান্য ও অমূল্য সম্পদ উদ্ধার করা গেছে সেখানেই তা সংরক্ষণ করে জায়গাটাকে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করা যেতে পারে এবং ধর্মীয় পরিব্রাজকদের জন্য প্রতিদিন প্রদর্শনের ব্যবস্থা নেয়া যেতে পারে। অথবা মুসলমানদের জন্য মহাপবিত্র ভূমি হিসেবে খ্যাত মক্কা কিংবা মদিনায় জাদুঘরে রাখার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। যে পিএইচডি গবেষক তার গবেষণা কাজ করতে গিয়ে এ মহামূল্যবান সম্পদকে জনসমক্ষে এনেছেন তাকে বিশ্বের সব মুসলমাদের তরফ থেকে ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া রইল। তবে এটিকে নিয়ে সম্মানিত মুসলিম চিন্তাবিদ, আলেম-ওলামা ও গবেষকদের ব্যাপকভাবে গবেষণা করা উচিত, কেন বিগত একশ বছর তা অগোচরে ছিল। এখানেও কি কোনো ষড়যন্ত্র আছে কিনা। কারণ আমরা এ কথা সবাই জানি যে, ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো শেষ নেই। পত্রিকান্তরে খবরটি প্রকাশ হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে আমি মনোযোগের সঙ্গে ভাবছিলাম। আর এ লেখা লিখতে গিয়ে আমি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বইপত্র ঘেঁটে জানতে চেষ্টা করেছি যা আমাকে আরো সমৃদ্ধ করেছে। আর এ বিষয়ে পড়তে পড়তে জানতে পারলাম যে, পবিত্র কুরআনের প্রতিটি হরফের মাঝে দশটি করে নেকি রয়েছে। সেটি যেন আমিসহ বিশ্বের সব মুসলমানের ওপর বর্ষিত হয় এ কামনাই করি।
লেখকঃ ডেপুটি রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।