গণবিপ্লব রিপোর্টঃ
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘নিজামীর ফাঁসি কবে কোন সময় কার্যকর হবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের বিষয়। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। প্রাণভিক্ষা না চাইলে রায় যেকোনো সময় সরকার কার্যকর করতে পারবে।
সোমবার বিকেলে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন মাহবুবে আলম।
রিভিউ আবেদন খারিজ হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রায়টি রিভিউ (পুনর্বিবেচনা) হওয়ার মতো কোনো গ্রাউন্ড তারা (আপিল বিভাগ) খুঁজে পাননি, বিশেষ করে তার ম্রিতুদন্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদন্ড করার যে প্রার্থনা ছিল। দণ্ড সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছিলেন, এ বিষয়ে আদালত বলেছেন, তার অপরাধ জঘন্য ছিল এবং যারা ভিকটিম তারা প্রত্যেকে তার এই কর্মকাণ্ডের জন্য ক্ষুব্ধ। এ ধরনের অপরাধীদের দন্ড মওকুফের কারণ নেই, এ কথা বলে আবেদনটি খারিজ করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, যেহেতু তার আইনজীবীরা দন্ড মওকুফের কথা বলেছেন, কাজেই এসব হত্যাকান্ডের সঙ্গে তিনি যুক্ত নন, তা বলা যাবে না।
রায় কার্যকরের ব্যাপারে মাহবুবে আলম বলেন, ‘রায় কার্যকর করা এখন সরকারের বিষয়। নির্ধারিত সময়ে কারা কর্তৃপক্ষ তা কার্যকর করবে।’
এর আগে দুপুরে নিজামীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।