বুলবুল মল্লিকঃ
কারো কাছে শ্রদ্ধেয় নেতা, কারো কাছে প্রিয় ব্যক্তিত্ব, সর্বজন স্বীকৃত ‘দাদা’ আবদুল লতিফ সিদ্দিকীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে কালিহাতীবাসী।
মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের ধারক প্রাজ্ঞ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী শুক্রবার(৮ জানুয়ারি) সকালে আদরের ভক্ত টেনু সওদাগরের ১৫তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে যোগ দিতে কালিহাতী উপজেলার রতনগঞ্জে আসেন। এরআগে তাঁর আসার সংবাদ পেয়ে প্রায় ৪ হাজার লোকের সমাগম হয় রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সকাল ৯ টার দিকে লতিফ সিদ্দিকী দোয়া মাহফিলে উপস্থিত হলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। খোঁজখবর নিতে গিয়ে আগতদের ভেজা চোখের সঙ্গে সঙ্গে লতিফ সিদ্দিকীর চোখ কুয়াশাচ্ছন্ন হয়ে ওঠে। এক পর্যায়ে গম্ভীর হয়ে ওঠেন তিনি। প্রিয় নেতাকে কদমবুসি ও একটু ছুঁয়ে দেখার জন্য আগতদের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়। তড়িঘড়ি দোয়া মাহফিল সম্পন্ন করে তিনি নিজ গ্রাম ছাতিহাটীর ‘রূপসীবাংলা’য় চলে যান।

জননেতা আবদুল লতিফ সিদ্দিকী ছাতিহাটীতে অবস্থান করছেন এমন খবর পেয়ে বল্লা এলাকার লোকজন প্রিয় নেতাকে বল্লায় যাওয়ার অনুরোধ করেন। জনতার দাবির মুখে আবদুল লতিফ সিদ্দিকী বিকাল ৪ টার দিকে কালিহাতী উপজেলার শিল্পাঞ্চল বল্লায় যান। বল্লা বাজারে প্রবেশের মুখে ব্রিজের কাছে স্থানীয় কয়েকশ’ লোক তাদের সব সময়ের অভিভাবককে স্বাগত জানায়। জনসমাগম বেশি হওয়ায় ষাটের দশকের তুখোর এ নেতা বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে বসেন এবং স্থানীয় ঐতিহ্যবাহী ‘বাদাম ভাজা ও বাদাম টানা’ সবাইকে নিয়ে ভাগ করে খান। সেখানে উপস্থিত বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির, জমঈয়তে আহলে হাদীসের নেতা আলহাজ যোনায়েদ হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ডের খন্ডকালীন সদস্য মো. আসাদুজ্জামান, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন, আহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, রাশেদুর রহমান বাবু, যুবলীগ নেতা দুলাল হোসেন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা শ্রদ্ধেয় নেতার সাথে স্থানীয় নানা বিষয়ে কথা বলেন।

এ সময় বানের পানির মতো শত শত লোক এসে প্রিয় নেতার সান্নিধ্য লাভ করে। কালিহাতীবাসীর দীর্ঘদিনের পরীক্ষিত আপনজন আবদুল লতিফ সিদ্দিকী স্থানীয় শত শত মানুষের নাম ধরে ডেকে ডেকে তাদের পারিবারিক ও সামাজিক নানা বিষয়ের খোঁজখবর নেন। হঠাৎই রামপুর থেকে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শুকুরুজ্জামান সহ ৮-১০ ব্যক্তি এসে প্রাবন্ধিক আবদুল লতিফ সিদ্দিকীকে জানান রামপুর বাজারে শত শত লোক ‘নেতাকে’ দেখার জন্য অপেক্ষায় রয়েছে। কালিহাতীর উন্নয়নের দিকপাল আবদুল লতিফ সিদ্দিকী তাদের সাথে রামপুর বাজারে যান। রামপুর বাজারে পৌঁছলে আওয়ামীলীগ নেতা শেখ ফরিদ, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বকুল আহাম্মেদ সহ স্থানীয় কয়েকশ’ নেতাকর্মী শ্রদ্ধেয় নেতাকে স্বাগত জানায়।

তিনি বাজারের প্রধান সড়ক দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় একদল মাদ্রাসা ছাত্র তাঁর সাথে দেখা করতে এলে তিনি তাদেরকে বুকে জড়িয়ে ধরে আদর করেন। এ সময় তিনি বলেন, ‘আমি কখনোই ইসলাম বা ইসলাম ধর্ম বিরোধী নই, আমি একজন সাচ্চা মুসলমান’। এরপর জেলা ছাত্রলীগ নেতাদের আমন্ত্রণ পেয়ে আওয়ামী চেতনার ধারক আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল জেলা ছাত্রলীগ কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেন।

জেলা ছাত্রলীগ কার্যালয়ে পৌঁছলে ছাত্রলীগের নেতারা তাকে স্বাগত জানায়। এ সময় প্রিয় নেতার পছন্দের খাবার ‘গরম জিলাপী ও কফি’ দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মী ও তাঁর শুভাকাঙ্খীদের নিয়ে পায়ে হেটে ঐতিহ্যবাহী সিডি ক্লাবে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে চা-চক্রে যোগ দিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।