ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘জয় বাংলা Facebook যোদ্ধা Public’ গ্রুপ ও THE DREAMS OF BANGLADESH IN AWAMI LEAGUE পাবলিক গ্রুপ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এরপর, এক মিনিট নিরবতা পালন, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জয় ‘বাংলা Facebook যোদ্ধা Public’ গ্রুপের এডমিন মাছুদ টিপু শিকদার, জিএম সাদ্দাম হোসেন, জসিম খান এবং THE DREAMS OF BANGLADESH IN AWAMI LEAGUE পাবলিক গ্রুপের এডমিন জুয়েল ম্যাক্স, আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।