কামরুল হাসানঃ
বাংলাদেশের সৌন্দর্য ও সংস্কৃতিক ঐতিহ্যকে দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম স্বাধীনতার পর ১৯৭২ সালে এ দেশে পর্যটন কর্পোরেশন গড়ে তোলেন। তিনি কক্সবাজারে ঝাউবন লাগিয়ে সেখানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বুধবার (১৭ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজারে সাধনা ও যাত্রিকের আয়োজনে আবহমান বাংলার জনপ্রিয় পালা শাওনের ডালা ( শ্রাবণ সংক্রান্তি) অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন উন্নত দেশে তাদের স্থানীয় লোকজ সংস্কৃতিকে তারা পর্যটন পণ্য হিসেবে ব্যবহার করে। আমাদের দেশের এই লোকজ সংস্কৃতি যদি বিদেশের মানুষের কাছে তুলে ধরা যায় তাহলে এদেশে অনেক বিদেশি পর্যটক আসবে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। আমাদের অনেক পুরনো ঐতিহ্য সংস্কৃতি মুর্শিদি,ভাটিয়ালি,জারি,সারি উৎসব যা আমরা দুর্ভাগ্য ক্রমে হারাতে বসেছি। পৃথিবীর অন্য কোন দেশে তাদের নিজস্ব সংস্কৃতিকে হারাতে দেয় না। আমাদের এ সংস্কৃতিকে যাতে ধরে রাখা যায় এ জন্য আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাংস্কৃতি মন্ত্রাণলয়ের সচিব বেগম আকতারি মমতাজ, বাংলাদেশ পর্যটন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান কবীর, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আনোয়ার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসলিমা হোসেন, টাঙ্গাইল জেলার সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, কালিহাতী উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) শঙ্কর কুমার বিশ্বাস, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল বারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মন্ত্রী নৌকাযোগে এলেঙ্গা বাজার থেকে কালিহাতীর আকুয়া বাজারে বেহুলা লক্ষিণদারের পালা অনুষ্ঠানে যোগদেন এবং সেখানে উপস্থিত কয়েক হাজার মানুষের সাথে অনুষ্ঠান উপভোগ করেন।