গণবিপ্লব রিপোর্ট:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত ছয় খুনিকে শিগগির ফিরিয়ে আনা হচ্ছে। তবে এ বিষয়ে রক্ষা করা হচ্ছে সর্বোচ্চ গোপনীয়তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, এখনই এ সম্পর্কে কিছু জানাতে চাচ্ছে না সরকার। খুনিদের ফিরিয়ে আনা নির্বিঘ্ন রাখার স্বার্থেই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
খুনিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় কয়েক বছর ধরে কাজ করছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেই জানান তিনি।
বঙ্গবন্ধু হত্যায় চূড়ান্ত রায়ে ১২ আত্মস্বীকৃত খুনির ফাঁসির রায় দেন সর্বোচ্চ আদালত। এদের মধ্যে ফাঁসি কার্যকর হয়েছে পাঁচ জনের। একজন মারা গেছেন। অপর ছয় জন বিশ্বের বিভিন্ন দেশে পলাতক রয়েছেন।
পলাতকরা হলেন, লে. কর্নেল (বরখাস্ত) খন্দকার আবদুর রশিদ, মেজর (বরখাস্ত) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.) এ এম রাশেদ চৌধুরী, মেজর (অব.) এসএইচএমবি নূর চৌধুরী, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন খান।
২০১০ সালের জানুয়ারিতে ফাঁসি কার্যকর হয়েছে সৈয়দ ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহারিয়ার রশিদ খান, বজলুল হুদা ও একে এম মহিউদ্দিনের। আর পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন অপর খুনি আজিজ পাশা।
পলাতক জীবিতদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি রয়েছে।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কয়েকজন খুনির অবস্থান সনাক্ত করা হয়েছে। এসব খুনি যুক্তরাষ্ট্র, লিবিয়া ও কানাডায় অবস্থান করছে।
তিনি জানান, পলাতক থাকা খুনিদের ফিরিয়ে আনতে আইনী প্রক্রিয়ায় সহায়তা পেতে যুক্তরাষ্ট্র ও কানাডার দুইটি ল’ ফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সরকার।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সহায়তাও চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও লিবিয়ার কাছে চিঠিও পাঠানো হয়েছে।
এদিকে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, খুনি রাশেদ চৌধুরী রয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টায় রয়েছেন।
নূর চৌধুরী রয়েছেন কানাডায়। খন্দকার আব্দুর রশিদ রয়েছেন লিবিয়ার বেনগাজি শহরে।
শরিফুল হক ডালিম কেনিয়ায় ব্যবসা করলেও তার যাতায়াত রয়েছে লিবিয়া ও পাকিস্তানে।
আব্দুল মাজেদ ও মোসলেম উদ্দিন পাকিস্তান কিংবা লিবিয়ায় থাকতে পারেন। তবে প্রায়শই তারা দেশ বদল করছেন বলে জানা গেছে।
এসব দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে তাদের ওপর নজর রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে বলে জানায় সূত্রটি।