ভ্রাম্যমান প্রতিনিধিঃ বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়েছে। শুক্রবার দিবাগত রাত থেকেই ধীরলয়ে যানবাহন চলাচল করছিল। শনিবার(২৫ জুলাই) সকালে তা তীব্র আকার ধারণ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরের পর থেকে এই মহাসড়কে যানজটর শুরু হয়। বাড়তে বাড়তে তা তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড় পর্যন্ত যানজট বিস্তৃত হয়। একেবারে শম্ভুক গতিতে যানবাহনগুলো চলতে দেখা যায়। এরপরও মাঝে মাঝেই ১-২ ঘন্টা করে থেমে থাকতে হচ্ছে। ফলে যাত্রীরা মারাতœক ভোগান্তি পোহাচ্ছে।
গোড়াই হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট দেখা দিয়েছে। এখন থেমে থেমে যানবাহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।