ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে টাঙ্গাইলের ধেরুয়া রেলক্রসিং থেকে করটিয়া পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর পৌনে এক টার দিকে পুনরায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যায় একটি সেতুর উপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকটি সরিয়ে নিতে বেশ সময় লাগে। এ সময় মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে সিরাগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাক চালক নুরুল ইসলাম, বাস চালক রাজু মিয়া জানান, জামায়াতের ডাকা হরতাল হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছেন। এ যানজটের কারণে সময়মতো ঢাকা পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কায় আছেন তারা।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিকল ট্রাকটি বৃহস্পতিবার(১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে সরিয়ে নেয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। গাড়িগুলো ধীরে ধীরে চলতে শুরু করেছে, আশা করা যায় খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।