ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের মো. শুকুর আলীর ছেলে ব্যবসায়ী মো. হাসান আলীর সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি সিএনজি চালিত অটোরিকশাযোগে গত ৩০ জুন ভূঞাপুর ফেরার পথে বঙ্গবন্ধুসেতুর সংযোগ সড়কের ভাবলা নামক স্থানে যাত্রীবেশি দুই ছিনতাইকারী ওই ঘটনা ঘটায়।
সরিষা, ভুট্টা, তেল, গম ও পাট ব্যবসায়ী মো. হাসান আলী (৪০) জানান, গত ৩০ জুন রাবনা বাইপাস সড়ক থেকে তার ব্যবসার ৩ লাখ ৫০ হাজার টাকা কাপড় দিয়ে তৈরি তহবিলে কোমড়ে বেধে তিনি সিএনজি চালিত অটোরিকশাযোগে ভূঞাপুর ফিরছিলেন। অটোরিকশাটি এলেঙ্গা পাড় হয়ে বঙ্গবন্ধুসেতুর সংযোগ সড়কে ভাবলা নামক স্থানে ব্রিজের পশ্চিম পাশে যাত্রীবেশি অজ্ঞাতনামা দুই ব্যক্তি ক্ষুর ও পিস্তলের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।