বিটেক প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন(শনিবার) অনুষ্ঠিত হবে। সোমবার(৩০ মে) ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্যে আবেদন করতে পারবেন। মোট ১০০ আসনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ আসনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৫ টি, উপজাতি কোটায় ১টি এবং হরিজন ও দলিত সম্প্রদায় কোটায় ১টি মোট ৭টি আসন সংরক্ষিত থাকবে। ক্যাম্পাসের অফিস কক্ষ থেকে আবেদনকারীরা ৯০০ টাকা জমাদানপূর্বক ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া বিটেকের নিজস্ব ওয়েবসাইট থেকেও ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষা বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নিজস্ব ক্যাম্পাসে সকাল ১০.৩০টা থেকে ১২.০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফলাফল ২১ জুন প্রকাশ করা হবে এবং ২২ থেকে ২৫ জুন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েব সাইট (www.btec.gov.bd ) থেকেও জানা যাবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি অনুষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।