ফরহাদ সরকারঃ
বঙ্গবন্ধুসেতুতে ঘন কুয়াশা ও সেতুর বাতি বন্ধ থাকায় আলাদা ৮টি দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফের ছেলে রানা শরীফ (৩৫) সহ ৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। শনিবার(৯ জানুয়ারি) ভোরে সেতুর ২৫, ২৯, ৪২ নম্বর পিলারের কাছে এবং সেতুর সংযোগ সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার গাগরজান গ্রামের আনোয়ার হোসেন(৩০) রয়েছেন। অন্য হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর থেকে দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত যান উদ্ধার করার পর ধীরলয়ে যান চলাচল শুরু হয়। সেতুর পূর্ব থানা, পশ্চিম থানা, ট্রাফিক পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। হতাহতরা অধিকাংশই বাস যাত্রী। তাদের মধ্যে উদ্ধারে অংশ নেয়া দুইজন পুলিশ ও দমকল বাহিনীর তিনজন সদস্যও রয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) আখেরুজ্জামান জানান, শনিবার(৯ জানুয়ারি) ভোরে প্রচন্ড কুয়াশা ও সেতুর বাতি বন্ধ থাকায় সেতুতে এবং সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় পৃথকভাবে ট্রাকের সঙ্গে বাস, বাসের সঙ্গে বাস, মোটরসাকেলের সঙ্গে ট্রাক-বাস ও পুলিশের ভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষসহ আটটি দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় ৭ জন নিহত ও শতাধিক আহত হয়। তিনি জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাবার পথে সেতুর বাতি বন্ধ থাকায় ঘন কুয়াশার কারণে সেতুর ওপর ঢাকাগামী একটি গরুর ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আরো একটি বাস ওই বাসকে ধাক্কা দেয়। ফলে বাসটি সেতুর রেলিং-এর ধাক্কায় সেতুর ওপর উল্টে যায়। ওই ঘটনায় ঘটনাস্থলেই চার জন নিহত ও ১৫ জন আহত হন। ঘন কুয়াশার কারণে উদ্ধারে অংশ নেয়া পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি পিকআপ ধাক্কা খেয়ে সেতুর পশ্চিম থানার চালক ও কনস্টেবল এবং ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ পাঁচজন আহত হন। অন্যান্য দুর্ঘটনায় আরো তিন জন নিহত ও ৭০-৭৫ জন আহত হয়। সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষের লোকজনও কাজ করছে। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম ও সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট হাবিবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেতু থানা ও হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান।