
লেখক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তরুন কবি এনায়েত করিম ও সত্তরের দশকের অন্যতম কবি বাতেন ইবনে নিজামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (১৭ ডিসেম্বর) পৌর শহরের অলোয়া তারিনী বকুলতলায় পি সি সরকার সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে লখক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
পিসি সরকার সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ষাটের দশকের অন্যতম কবি বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি আমিনুজ্জামান, অধ্যাপক এ.বি.এম আব্দুল হাই, অধ্যাপক সৈয়দ আবদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্য বিশেষ অবদান রাখায় কবি এনায়েত করিমকে “বঙ্গশ্রী কবি” খেতাবে ভূষিত করা হয়।
উল্লেখ্য, কবি এনায়েত করিমের রচনায় একদিকে যেমন শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ স্পষ্ট, তেমনি বাংলার নৈসর্গিক রূপ চেতনায় বৈশিষ্ট্যমন্ডিত। তিনি একাধারে কবি, সাহিত্যিক, লেখক, উপন্যাসিক, গল্পকার ও গীতিকার।