মো. আল-আমিন খানঃ

বন্যার্তদের সাহায্যার্থে বুধবার (৩ আগস্ট) টাঙ্গাইল আসবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ঘোষিত কর্মসূচী অনুযায়ী ছাত্রলীগের আটটি টিমের তিন নম্বর টিম এটি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ডা.দীপুমনি এই টিমের নেতৃত্বে রয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) রাতে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই টিমের সদস্যরা হলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ওহিদুর রহমান জয়, মশিউর রহমান শরিফ, মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সোহরায়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস প্রমুখ। এসময় তাদের সাথে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক সোহরাব শাহরিয়ার অভি, আসিফ রায়হান ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, মানবতার কল্যাণে ছাত্রলীগ অতীতে যেমনভাবে কাজ করেছিলো ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, ছাত্রলীগ সভাপতি স্বয়ং উত্তরবঙ্গে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন থেকেও ছাত্রলীগের নেতা কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করছেন।