গণবিপ্লব রিপোর্টঃ
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পাটের হারানো সুদিন ফিরিয়ে এনেছেন। পাট আবারো সোনালী আঁশে পরিণত হয়েছে। পাটের বহুবিধ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন করেছে। এ আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজের সভা কক্ষে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মতবিনিময সভায় বস্ত্র ও পাট মন্ত্রনালযের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং পাট অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ও টাঙ্গাইলের বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।