ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিল্পঞ্চল বল্লায় সোমবার(২১ মার্চ) এসএআর ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় এসআর স্পোটিং ক্লাব খালপাড় মাঠে ওই খেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বল্লা ইউনিয়নের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, সুলতান আহাম্মেদ, সাংবাদিক আবুল কালাম আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আয়োজক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগ সভাপতি মোফাখখারুল ইসলাম একটি গান পরিবেশন করে সংগঠনের সদস্যদের উজ্জীবিত করেন। পরে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত সুজন ডান্স স্কুলের পরিচালক সুজন রাজা ও তার দল নৃত্য পরিবেশন ও টাঙ্গাইলের ট্র্যাক মিউজিশিয়ান মাহবুবুর রহমান মাহবুব সঙ্গীত পরিবেশন করেন। এসএআর সংগঠনের সভাপতি সোহান আহমেদ, সাধারণ সম্পাদক শাহরিয়া আশিক এবং ক্রীড়া সম্পাদক ও এসএআর স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন মুস্তাকিম আহমেদসহ সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
প্রকাশ, দুইটি গ্রুপে পয়েন্ট ভিত্তিক অনুষ্ঠেয় ওই টুর্ণামেন্টে নির্ধারিত ১৫ ওভারের খেলায় উপজেলার আটটি ক্রিকেট দল অংশ নিচ্ছে।
টুর্ণামেন্টের প্রথম রাউন্ড ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩ টায় শুরু হবে। আগামী ৬ ও ৭ এপ্রিল টুর্ণামেন্টের সেমিফাইনাল এবং ১৪ এপ্রিল (১লা বৈশাখ) ফাইনাল অনুষ্ঠিত হবে।