কালিহাতী প্রতিনিধিঃ
বল্লা এসএআর স্পোর্টিং কাব আয়োজিত এসএআর ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বল্লা খালপাড় ক্রিকেট একাদশকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বল্লা বন্ধু একাদশ।
রোববার(১৭ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে পুরষ্কার বিতরণে অংশ নেন, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাখ্খারুল ইসলাম, স্টারলিট-ডে কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক, বল্লা করোনেশন হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক শওকত আশরাফী, ইউপি সদস্য সুলতান আহমেদ। খেলার শুরুতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেদ আলী ফাইনাল খেলাটি উদ্বোধন করেন।
টসে হেরে প্রথমে ব্যাট করে বল্লা বন্ধু একাদশ, নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে তারা ১২১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বল্লা খালপাড় ক্রিকেট একাদশ ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০২ রান সংগ্রহ করে। ওই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় বল্লা খালপাড় ক্রিকেট একাদশের রানা আহমেদ, ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয় গোলড়া ক্রিকেট একাদশের চৌকস খেলোয়ার সজিব আহমেদ।
ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী দুই শিক্ষক মশিউর রহমান মনি ও আব্দুল ওয়াদুদ। ধারাবিবরণীর দায়িত্ব পালন করেন প্রজন্ম নাইট স্কুলের পরিচালক আকবর আলী আসা, অনলাইন স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন, এসএআর সংগঠনের সভাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোহান আহমেদ ও স্কোর সহযোগী হিসেবে ছিলেন এসএআর স্পোর্টিং কাবের ক্রিড়া সম্পাদক মুস্তাকিম আহমেদ এবং টুর্ণামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন এসএআর সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়া আশিক।
ওই টুর্ণামেন্টে উপজেলার আটটি দল অংশগ্রহণ করে। লোকাল টুর্ণামেন্টের পয়েন্ট ভিত্তিক খেলায় এই প্রথম অনলাইনে লাইভ স্কোরিং পদ্ধতি চালু করে এসএআর স্পোর্টিং কাব।