মু. আবিদ মল্লিক জয়ঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা বল্লায় রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) স্থানীয় হাজী লিয়াকত মার্কেটে ‘তাঁত শিল্পে অর্থায়নে উদ্যোক্তাদের নিয়ে এক সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
সমাবেশে টাঙ্গাইল রূপালী ব্যাংক লিমিটেডের জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শচীন্দ্র নাথ সমাদ্দারের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রূপালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় প্রধান চৌধুরী মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মো. রজব আলী, ময়মনসিংহ রূপালী ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহান আরা বেগম, রূপালী ব্যাংক লিমিটেডের জয়দেবপুর কর্পোরেট শাখার মো. কামাল হোসেন, রূপালী ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল কর্পোরেট শাখার শহিদুল ইসলাম খান, বল্লা বাজার শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলাম।
উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, আবু আইয়ুব, আবু তালহাদ, বেনী আমিন, নুর মোহাম্মদ মিনহাজ, মীর হোসেন মীরু প্রমুখ।
তাঁতশিল্পে অর্থায়নে বিভিন্ন উদ্যোক্তারা প্রান্তিক তাঁতীদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণের আহ্বান জানান। এতে রূপালী ব্যাংকের লিমিটেডের উর্র্ধতন কর্তৃপক্ষ ঋণ দেয়ার আশ্বাস দেন।