ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের শিল্পাঞ্চল বল্লায় মাদকের নানা কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে নির্মিত অনুনাট্য ‘নষ্ট জীবন’র প্রিমিয়ার শো মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় করোনেশন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এসএআর এইচডি মিডিয়ার ব্যানারে কলেজছাত্র সোহান আহমেদের রচনা, পরিচালনা ও সম্পাদনায় নির্মিত প্রামাণ্যচিত্র ভিত্তিক অনুনাট্য ‘নষ্ট জীবন’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, বিটিভি’র নিয়মিত নৃত্যশিল্পী সুজন রাজা, টিভি তারকা রাকিব খান, মোস্তাকিম রিয়াদ প্রমুখ।
বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মামুদ পাকির জাতীয় সঙ্গীত প্লে করে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।