ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামের রায়হান (২২) নামে এক যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি ওই গ্রামের বাদল মিয়ার ছেলে। এ ঘটনায় অপর আহত ও গ্রেপ্তারকৃত রাসেল(৩০)কে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। ওই ঘটনায় বাদল মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় দায়েরকৃত মামলায় ঘটনায় জড়িতদের বাইরের লোকদের অভিযুক্ত করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ ওঠেছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত একই উপজেলার কাজিবাড়ি গ্রামের সমেস উদ্দিনের ছেলে রাসেল(৩০) ও কামান্না গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রনি (৩৫)-এর সাথে রায়হানের অজ্ঞাত বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেন ধরে গত ১৪ এপ্রিল সন্ধ্যায় কাজিবাড়ি গ্রামের রাসেল (৩০), কামান্না গ্রামের রনি (৩৫), কাজিবাড়ি গ্রামের শওকত (৩৫), রেজাউল(২২), রামপুর গ্রামের রানা (১৯) কুকরাইল গ্রামের মজনু তালুকদারের সেচ পাম্প ঘরের পাশে রায়হানকে এলোপাথারি কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় রাসেলকে দেশীয় অস্ত্রসহ স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে এবং রায়হানকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মাথায়, গলায়, হাতে, পিঠে একাধিক কোপের আঘাত রয়েছে। ওই ঘটনায় উল্লেখিতরা জড়িত থাকলেও দায়েরকৃত মামলায় রনি-রাসেল গংদের সাথে উদ্দেশ্যমূলকভাবে বল্লা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বকুল আহাম্মেদ(৩০), কুকরাইল গ্রামের শাহআলম (২৬) ও মমিননগর গ্রামের শাহিনুর(৩০)কে অভিযুক্ত করা হয়েছে। ফলে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয় পর্যায়ে ব্যাপক গুঞ্জন চলছে।
পুলিশ সূত্র জানায়, উল্লেখিত সন্ত্রাসী দলের লিডার কামান্না গ্রামের বিএনপি নেতা বিল্লাল হোসেনের ছেলে রনি একটি হত্যা মামলায় ৩ বছর জেল খেটে জামিনে মুক্ত হয়ে রায়হানকে হত্যার পরিকল্পনা করে।