ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিল্পাঞ্চল বল্লা বাজারে সোমবার(২২ ফেব্রুয়ারি) গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর সহ ১৪টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির জানান, বল্লা বাজারের উত্তর পাশে বাবুল টেইলার্সে সোমবার(২২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এসে বালি, কলাগাছ ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কালিহাতী থানা পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইউপি চেয়ারম্যান আরো জানান, আগুনে টেইলার্স, রং-সুতা, সিমেন্ট, একটি তেলের মিল ও মনোহরি দোকানের ৮টি বড় ঘর সহ ১৪টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। আগুনে ঐতিহ্যবাহী বল্লা সাধারণ পাঠাগারের তিন হাজার বই সহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।