মো. আল-আমিন খান:
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য নির্বাচিত ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিশ্বস্ত কর্মী ড. মো.আব্দুর রাজ্জাক এমপিকে টাঙ্গাইলে সংবর্ধনা দেয়া হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) বিকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেছেন, বাংলাদেশ আজকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। আমরা আজ ২০২১ সালে ক্ষুধা ও দারিদ্রমুক্ত যে সোনার বাংলার স্বপ্ন দেখছি, বঙ্গবন্ধুও সে স্বপ্ন দেখেছিলেন। ১৯৭৫ সালে পাকিস্তানের প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। তাদের বিচার এ দেশের মাটিতে হয়েছে। যারা ৭১’ এ গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারও হয়েছে এবং হচ্ছে। বিএনপির সমালোচনা করে এইচ টি ইমাম বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন দেশে হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতি করেছে। তারা বিদেশে অর্থ পাচার করেছে। এখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানের সাথে সুর মিলিয়ে কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও তার পরিবারকে যারা হত্যা করেছে তারাই পাকিস্তানের পেতাত্মা। সেই বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। যারা পাকিস্তানকে বিশ্বাস করে। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। পাকিস্তানের কোন অধিকার নেই বাংলাদেশের কোন বিষয়ে কথা বলার। তাদের কথার সাথে বিএনপির কথার মিল রয়েছে। তারা যানে না আজ বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে। তা সবই বঙ্গবন্ধুর সময়ে। বর্তমানে বঙ্গবন্ধুর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে সকল বাধা-বিপত্তি পেরিয়ে তিনি সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য দলীয় নেতাকর্মীরা ছাড়াও দেশবাসী প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশ আজ উন্নতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এদেশে গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময়ই দরকার। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তার নেতৃত্বে প্রতিটি কাজেই দেশ সফলতা পাচ্ছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ারা বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু, সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলবাসীর প্রিয় মুখ সাবেক ছাত্র নেতা মুরাদ সিদ্দিকী। তিনি দীর্ঘ ১৬ বছর পর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে উপস্থিত হলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, সহ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মারুফসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।
বিকালে সমাবেশে জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা দলেদলে সমাবেশস্থলে উপস্থিত হন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা মিছিল নিয়ে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের সভাস্থলে এসে হাজির হয়।