গণবিপ্লব রিপোর্টঃ
বাংলাদেশ চারুশিল্পী সংসদের সম্মেলন শনিবার(১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশ থেকে আগত প্রায় ৫০০ শিল্পী’র সমন্বয়ে জাতীয় সংগীত জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত মৃত্যুবরনকারী শিল্পীদের স্মরণে একটি শোক প্রস্তাব ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেশের প্রথিতযশা কিংবদন্তী শিল্পী মুস্তফা মনোয়ার। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিল্পী মুনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব কামাল পাশা চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিল্পী নাজমা আক্তার, জালাল আহ্মেদ, আব্দুল মান্নান, মিজানুর রহীম ও বুলবন ওসমান প্রমুখ। পরে সাংগঠনিক অধিবেশনে সর্বসম্মতিক্রমে সিনিয়র শিল্পীদের প্রস্তাবনায় মুস্তাফা মনোয়ারকে সভাপতি, মুনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও কামাল পাশা চৌধুরীকে যুগ্ম-সম্পাদক মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী জাহীদ মুস্তাফা।